মেয়েদের শরীরে সবথেকে আকর্ষনীয় স্থান হল বক্ষযুগল। কিন্তু অনেক সময়ই এমন অন্তর্বাস পরে ফেলেন যাতে আপনাকে সেইরকম আকর্ষনীয় লাগে না। যার জেরে অনেকেরই নজর আরনার দিকে যায় না। তাই একঝলকে দেখে নিন কোন টাইপে লঁজারি কোনসময়ের জন্য উপযুক্ত।
https://smebangladesh.com/product-category/fashion/womens-collection/nightwear/
পুশ আপ ব্রা: হালকা ক্লিভেজ দেখানোর জন্য এই ব্রা-এর বিকল্প হয়। শাড়ির সঙ্গে যে কোনও লো-নেক ব্লাউজ বা লো-নেক ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে পরুন পুশ-আপ ব্রা। পাশাপাশি যদি আপনার স্তন ছোট হয় তাহলে এই ব্রা উপযোগী, প্যাডেড থাকার ফলে স্বাভাবিকের তুলনায় একটু বড় লাগবেই। বিশেষত পার্টি বা ডেটিংয়ের সময় ব্যবহার করুন পুশ আপ ব্রা।
টি শার্ট ব্রা: নিত্যদিনের ব্যবহারের জন্য টি-শার্ট ব্রা খুবই প্রয়োজনীয়। এছাড়া এটা খুবই আরামদায়ক। তবে মাথায় রাখবেন ভাল ব্র্যান্ডের টি-শার্ট ব্রা ব্যবহার করাই ভাল।
সেক্সি ইনার সেট: এই ধরনের অন্তর্বাস শুধু পরুন রাতে, তাও আবার বিছানা আপনার সঙ্গী থাকলে। তাহলে দেখবেন সেই রাতে শুধু কোনওদিন ভোলার হবে না। বিশেষত একাধিক কালারে এবং বাহারি প্রিন্টের সেট কেনারই চেষ্টা করবেন।
স্পোর্টস ব্রা: বিশেষ করে জিম, জগিং যারা করেন তাঁদের অবশ্যই পরা উচিত এইধরনের ব্রা। এছাড়া নিত্যদিন ব্যবহারের জন্য এই ব্রা দরকার পরে না।
করসেট: করসেটের প্রচলন আজ থেকে নয়, বরং বহুযুগ আগেই এর ব্যবহার হত। শরীরকে সুন্দর এবং আকর্ষনীয় শেপে আনতে করসেটের ব্যবহার করা হয়। সালোয়ার-কামিজ বা ওয়ান পিসের নীচে করসেট পরলে ভাল লাগে।